01/12/2022 23:52:13 PM Aniket 370
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ চলাকালীন একটি এলাকা থেকে ৪ টি সিংহ শাবক উদ্ধার হয়। এবার এই সিংহ শাবকগুলি নয়া ঠিকানা পেল।
সিংহ শাবকগুলির নয়া ঠিকানা হল যুক্তরাষ্ট্রের মিনেসোটারোর স্যান্ডস্টোনের অভয়ারণ্য। সেখানে সিংহ শাবকগুলির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে।