30/11/2022 12:22:19 PM Sweta Mitra 40
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির পুর নির্বাচনের ঠিক আগে, বিজেপি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীর উপনিবেশ, বস্তি এবং আবাসিক এলাকার পুনরুজ্জীবনের জন্য তার মাস্টার প্ল্যানটি উপস্থাপন করল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, যিনি দিল্লির সমস্ত সাংসদদের সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি দিল্লির উন্নয়নের জন্য একটি নীল নকশা তৈরি করেন। বলেন যে, শীঘ্রই পিএম উদয় প্রকল্পের আওতায় দিল্লির ৫০ লক্ষ মানুষ উপকৃত হবেন। হরদীপ সিং পুরী বলেন, 'কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদী কালকাজিতে নির্মিত দরিদ্রদের জন্য বাড়ির চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছিলেন। এবার আরও কিছু আবাসন প্রকল্প আসবে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় যেখানে বস্তি রয়েছে, সেখানেই কাজ করেছে। ২০১১ সালের আদমশুমারি অনুসারে দিল্লির জনসংখ্যা আনুমানিক ১.৬৭ কোটি ছিল। এখন পরবর্তী জনগণনা হলে দিল্লির জনসংখ্যা হবে ২ কোটিরও বেশি। আমাদের যে প্রকল্পগুলি বর্তমানে কার্যকর রয়েছে, তাতে 'ঝুগি ওয়াহান মাকান'-এর আওতায় ১০ লক্ষ সুবিধাভোগী থাকবেন। আমরা ইশতেহারে কিছু পরিসংখ্যানও দিয়েছি।'
CORRECTION | Delhi: There would be 10 lakh beneficiaries for those without homes. PM Uday for regularisation of unauthorised colonies will benefit about 50 lakh* people. Of population of 2 crore, 1.35 crore of citizens will benefit from our re-development plan: Union Min HS Puri pic.twitter.com/pABjpsbbkd
— ANI (@ANI) November 30, 2022