30/11/2022 11:51:35 AM Sweta Mitra 35
নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। বুধবার ভুয়ো পাসপোর্ট ও ভিসা চক্রের পর্দাফাঁস করল ক্রাইম ব্রাঞ্চ।
ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিভিন্ন দেশের প্রায় ৩০০ টি পাসপোর্ট এবং তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল / অপরাধমূলক নথি, স্ট্যাম্প, ল্যাপটপ এবং ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পিএস ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের করা হয়েছে।
Delhi | Crime Branch busted a fake visa racket & arrested 8 people, including the mastermind. Approx 300 passports of various countries along with a large number of forged/incriminating documents, stamps, laptops & tablets recovered from them. FIR registered at PS Crime Branch. pic.twitter.com/BRpgdy5BxU
— ANI (@ANI) November 30, 2022