30/11/2022 11:28:43 AM Sweta Mitra 35
নিজস্ব সংবাদদাতাঃ এবার দক্ষিণ কোরিয়ার আকাশে দেখা মিলল চিন-রাশিয়ার যুদ্ধ বিমানের। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ২টি চিনা ও ৬টি রুশ যুদ্ধবিমান কোনো নোটিশ ছাড়াই দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।
তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিমানগুলো কাদিজ জুড়ে উড়ে গেলেও দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক আকাশসীমা লঙ্ঘন করেনি।
2 Chinese, 6 Russian warplanes enter South Korea's air defense zone without notice: Yonhap news agency reports, citing Joint Chiefs of Staff
— ANI (@ANI) November 30, 2022