30/11/2022 10:26:46 AM Sweta Mitra 46
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় খামতির অভিযোগ তুলল বিজেপি। তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই জানান, 'প্রধানমন্ত্রী যখন দাবা অলিম্পিয়াডের উদ্বোধনের জন্য তামিলনাড়ু সফর করেছিলেন, তখন সেখানে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ব্যবহৃত ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এবং অন্যান্য মেটাল ডিটেক্টরগুলি অকার্যকর ছিল না।'
When PM visited Tamil Nadu for the inauguration of the Chess Olympiad, there was a severe security lapse. The door frame metal detector and the other metal detectors used for the PM's security were non-functional: Tamil Nadu BJP chief K Annamalai (1/2) pic.twitter.com/YfLpyvaUDT
— ANI (@ANI) November 30, 2022