ভারতের কাছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চেয়েছে রাশিয়া


30/11/2022 00:08:00 AM   Aniruddha Chakraborty         4965







নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা রাশিয়ার ওপর নজিরবিহীন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। জটিলতায় পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের আমদানি। এই সংকট কাটিয়ে জরুরি শিল্পখাতকে চালু রাখতে এবার ভারতের দ্বারস্থ হয়েছে রাশিয়া। জানা গিয়েছে, প্রাইভেট কার, উড়োজাহাজ, ট্রেন সহ ৫০০টিরও বেশি পণ্যের যন্ত্রাংশ সরবরাহের জন্য একটি তালিকা ভারতকে দিয়েছে রাশিয়া। মস্কোর একটি সূত্র থেকে জানা গিয়েছে, রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় দেশটির বড় কোম্পানিগুলোর কাছে তালিকা চেয়েছে তাদের প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশের। পরে বিস্তারিত ও পরিমাণ নিয়ে আলোচনা হবে। এগুলো সংগ্রহের জন্য ভারত থেকে আমদানি সীমাবদ্ধ নয়।






আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221382
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221380
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        russia ukraine russia ukraine war russia ukraine crisis western country sanction russian export india india russia relation trending news latest news bengali news daily news