29/11/2022 20:55:33 PM Aniket 534
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে সাক্ষাৎ করলেন ফরাসী ডিরেক্টরেট জেনারেল ফর আর্মামেন্টস এবং ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জেনারেল গেয়েল ডিয়াজ ডি তুয়েস্তা। দুই জনের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে চলমান প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ভারতের 'আত্মনির্ভর' স্কিমের অধীনে আরও সুযোগগুলি অন্বেষণ করার বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে।
French Directorate General for Armaments and Director for International Development Gen Gael Diaz de Tuesta called on Chief of Defence Staff Gen Anil Chauhan, today to discuss ongoing defence collaboration and explore further opportunities under the 'Atmanirbhar' scheme. pic.twitter.com/Zg0jNIiUCw
— ANI (@ANI) November 29, 2022