29/11/2022 17:55:23 PM Sweta Mitra 408
নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এই নিয়েই ফের একবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন "এই মানুষগুলো কারা? আমি যেদিন থেকে ছবিটির কাজ শুরু করেছি সেদিন থেকেই এই চলচ্চিত্রটিকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন এই একই ব্যক্তিরা। এই চলচ্চিত্রটি ৭০০ জনেরও বেশি লোকের সাক্ষাত্কারের পরে তৈরি করা হয়েছিল যাদের পরিবারের সদস্যদের টুকরো টুকরো করা হয়েছিল এবং গণধর্ষণ করা হয়েছিল। তারা সবাই কি অপপ্রচার বা অশ্লীল কথা বলছে? যে দেশে একসময় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে আজ কোন হিন্দুও নেই, এবং প্রতিদিন অনেক হিন্দুকে হত্যা করা হয়। এটা কি অপপ্রচার নাকি অশ্লীলতা? ইয়াসিন মালিক তার সন্ত্রাসবাদের কথা স্বীকার করেছেন এবং তিনি আজ কারাগারে আছেন। এটা কি অপপ্রচার নাকি অশ্লীলতা?"