নিজস্ব সংবাদদাতা: কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান গায়িকা মিরিয়াম মাকেবা তাঁর আইডল। পঁচিশ বছর আগে, যখন তিনি শেষবার দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন, তখন তিনি আইকনিক নেলসন ম্যান্ডেলার পা স্পর্শ করেছিলেন।
এখানে কথা হচ্ছে গায়িকা ঊষা উত্থুপের। ঊষা উথুপ শনিবার ডারবানে এবং রবিবার জোহানেসবার্গে পারফর্ম করার সময় নস্টালজিক হয়ে পড়েন।
তিনি বলেন, 'নেলসন ম্যান্ডেলা আমাকে আমার আইডল মিরিয়াম মাকেবার সঙ্গে দেখা করতে সাহায্য করেছিলেন। অসাধারণ একজন মহিলা, কী গায়িকা!''
তিনি তার শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন সেই অভিজ্ঞতা। ঊষা উত্থুপ বলেন, তিনি মাকেবার আন্তর্জাতিক হিট 'পাট্টা পাট্টা' গানটি গেয়েছেন, যার আক্ষরিক অর্থ আদিবাসী জোসা ভাষায় 'স্পর্শ স্পর্শ'।