24/11/2022 23:18:58 PM Aniket 223
নিজস্ব সংবাদদাতা: ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো যোগদানের অনুমোদন পরের বছর পর্যন্ত স্থগিত রাখল হাঙ্গেরি। এই বিষয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বৃহস্পতিবার জানিয়েছেন, হাঙ্গেরি ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে।
তিনি জানিয়েছেন, হাঙ্গেরির পার্লামেন্ট পরের বছর ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদানের অনুমোদন দেবে। ফলে ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে সুইডেন ও ফিনল্যান্ড আরও একধাপ এগিয়ে গেল।
#UPDATE "Hungary supports the NATO membership of these two countries," said Hungarian Prime Minister Viktor Orban Thursday. he stated parliament would approve Finland and Sweden's accession to NATO next year, with only Budapest and Ankara left to green-light their applications. pic.twitter.com/qOLwZvLVmc
— AFP News Agency (@AFP) November 24, 2022