মিরিকের রাস্তায় দেখা মিলল কালোচিতার

author-image
Harmeet
New Update
মিরিকের রাস্তায় দেখা মিলল কালোচিতার

নিজস্ব সংবাদদাতা: এর আগে ২০২০ সালে মিরিকে কালোচিতার দেখা মিলেছিল। চলতি বছরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে এবং জয়ন্তী এলাকায় ব্ল্যাক প্যান্থারের দেখা মেলে।  বুধবার বিকেলে মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশন লাগোয়া এলাকায় দেখা মেলে কালো চিতার।   ব্ল্যাক প্যান্থার দেখার উত্তেজনা দেখা যায় পর্যটকদের মধ্যেও। কার্শিয়াংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার বিশ্বনাথ প্রতাপ বলেন, ‘‘মিরিকে যে প্রাণীর দেখা মিলেছে সেটি কালোচিতা। আমরা খোঁজ নিচ্ছি। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’