স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু করল ভারতীয় ফুটবল দল

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু করল ভারতীয় ফুটবল দল

​নিজস্ব সংবাদদাতাঃ সব ঠিক থাকলে ১৫ অগস্ট থেকে কলকাতায় শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। আপাতত দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি (৩০ অগষ্ট ও ৭ সেপ্টেম্বর) খেলার কথা ভারতীয় দলের। প্রতিপক্ষ কারা হবে তা দু’-এক দিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বুধবার এআইএফএফ-এর প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম নামছে বেঙ্গালুরু এফসি। মলদ্বীপে ১৫ অগষ্ট এএফসি কাপের প্লে-অফে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ ক্লাব ইগলস। জিতলে বেঙ্গালুরু খেলবে এই প্রতিযোগিতারই দক্ষিণাঞ্চল ‘ডি’ গ্রুপে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে। এএফসি কাপ শেষ হওয়ার পরে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরুর ফুটবলারেরা যোগ দেবেন জাতীয় শিবিরে। এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু যদি এএফসি কাপের পরের পর্বে যোগ্যতা অর্জন করতে পারে, সে ক্ষেত্রে চলতি বছরের সেপ্টেম্বরে ‘ইন্টার জ়োনাল সেমিফাইনাল’ খেলবে তারা। এই পর্বের ফাইনালে উঠলে খেলতে হবে অক্টোবরে। প্রাক-মরসুম প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে তিন সপ্তাহ পাবে ক্লাবগুলি।