নিজস্ব সংবাদদাতাঃ ধীরে ধীরে কমছে নিম্নচাপের প্রভাব। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। শুধু তাই নয়, এদিন থেকে চড়বে তাপমাত্রার পারদ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে শনিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলার অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কমবে বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং পুরুলিয়া জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশের উপর অবস্থান করা নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অবস্থান করছে। পশ্চিম দিকে এগিয়ে এটি ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে পৌঁছবে।