23/05/2021 16:43:22 PM SOURAV NEOGI 15
শান্তনু পুরকাইত ,ডায়মন্ড হারবারঃ আজ ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রশাসনিক স্তরের এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা । এদিন ডায়মন্ডহারবারের সুভান্নতে উচ্চপর্যায়ে বৈঠক সারেন তিনি । বৈঠকে আরও ছিলেন ডায়মন্ড হারবার এসডিও সুকান্ত সাহা , এসডিপিও শান্তনু সেন সহ ডায়মন্ড হারবার ,ফলতা,রায়দিঘি,মন্দিরবাজার,মগরাহাট পূর্ব ,মগরাহাট পশ্চিম,কুলপি এলাকার বিধায়করাও । এছাড়াও ছিলেন সিএমওএইছ , এনডিআরএফ আধিকারিক ,ডায়মন্ডহারবার যুব তৃণমূল কংগ্রেস সভাপতিরাও । সেখানকার আলোচনায় জানা যায় যশ মোকাবিলায় নিয়ে ৮৯২ টি সেফ হোম চালু করা হচ্ছে ডায়মন্ড হারবারে , বাঁধ মেরামতিতে জোর দেওয়া হয়েছে । এমনকি জোর দেওয়া হয়েছে ত্রিপলের উপরেও।