02/10/2022 12:45:11 PM Pritam Santra 2282
নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহখানেক আগে হয়েছিল তুষারধস। ফের ঘটল একই বিপর্যয়। তুষার ধসের কবলে পড়ল পর্বত আরোহীদের বেস ক্যাম্প। ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে । রবিবার মানাসলু বেস ক্যাম্প বরফের তলায় চাপা পড়েছে বলে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানা গিয়েছে।
#WATCH | A fresh avalanche has hit the Manaslu Base Camp today. It has come a week after the last one, which had left two persons dead.#Nepal
— ANI (@ANI) October 2, 2022
(Video source: Tashi Lakpa Sherpa) pic.twitter.com/XLTbDVFq2G