02/10/2022 11:13:04 AM Sweta Mitra 50
নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মুখে ফের একবার সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হল কাজিরাঙা জাতীয় উদ্যান। জানা গিয়েছে, কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ আজ থেকে ২০২২-২৩ মৌসুমের জন্য পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে, পার্কটি আংশিকভাবে দুটি রেঞ্জের জিপ সাফারির জন্য খোলা রয়েছে - কাজিরাঙা রেঞ্জ, কোহোরা এবং ওয়েস্টার্ন রেঞ্জ, বাগোরি।
Assam | Kaziranga National Park & Tiger Reserve opens for tourists for the season 2022-23 from today
— ANI (@ANI) October 2, 2022
Due to inclement weather, the park is partially open only for jeep safari in two ranges - Kaziranga Range, Kohora and Western Range, Bagori. pic.twitter.com/yOtVVLT9M8