নিজস্ব সংবাদদাতা : গোটা ম্যাচে আধিপত্য রেখে জয় পেল ফ্রান্স। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের বেশিরভাগ সময়েই চালকের আসনে ছিল ফ্রান্স। বিরতির আগে পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ৫৬ মিনিটে কার্যত একক দক্ষতায় দারুণ একটি গোল করেন মিলিয়ন এমবাপে। দশ মিনিটের মধ্যেই অলিভিয়া জিরুদের গোল। অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতল ফ্রান্স।