বাড়িতে আরশোলার উৎপাত? জানুন আরশোলা তাড়ানোর ঘরোয়া উপায়ে

author-image
Harmeet
New Update
বাড়িতে আরশোলার উৎপাত? জানুন আরশোলা তাড়ানোর ঘরোয়া উপায়ে

নিজস্ব সংবাদদাতাঃ কমবেশি সকলের বাড়িতেই আরশোলার উৎপাত লক্ষ্য করা যায়। স্যাঁতস্যাঁতে জায়গায় আরশোলা বেশি থাকে। যেকোনো স্বাস্থ্যকর পরিবেশ খারাপ করে তোলে আরশোলা। কয়েকটি ঘরোয়া উপায় আরশোলা তাড়ানোর উপায় জেনে নিন।

বোরিক অ্যাসিড – আটা, ময়দা কিংবা চিনির সঙ্গে বোরিক অ্যাসিড মিশিয়ে ঘরের কোণায় ছড়িয়ে দিন। এর সংস্পর্শে আরশোলা মারা যাবে

বেকিং সোডা -  চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিন।

তেজপাতা – যেসব জায়গায় আরশোলার উৎপাত বেশি সেখানে তেজপাতা গুড়ো করে ছড়িয়ে দিন। ঘর থেকে পালিয়ে যাবে আরশোলা।