06/08/2022 10:57:16 AM Aniket 9
নিজস্ব সংবাদদাতাঃ উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। লড়াই চলছে বিজেপি তথা এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় এবং বিরোধী প্রার্থী মার্গারেট আলভার মধ্যে।
এবার ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সাংসদ ডঃ মনমোহন সিং। আজই উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা করা হবে এবং পরবর্তী উপরাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ নেবেন। বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হবে ১০ আগস্ট।
Delhi | Former Prime Minister and Congress MP Dr Manmohan Singh arrives at the Parliament to cast his vote for the Vice Presidential election. pic.twitter.com/OK0GsY5npL
— ANI (@ANI) August 6, 2022