06/08/2022 10:48:38 AM Aniket 116
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মুদ্রাস্ফীতি সমস্যার সম্মুখীন হয়েছে আমেরিকা। ইতিপূর্বেই এই বিষয়ে সমস্যা সমাধানের উপায় বেড় করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।
এবার তিনি জানালেন, তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মোট সাড়ে ৯ মিলিয়ন চাকরির ব্যবস্থা করেছেন। যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি।
We’ve now created 9.5 million jobs since taking office.
— President Biden (@POTUS) August 5, 2022
That’s millions more families with the dignity and peace of mind that a paycheck provides. pic.twitter.com/Z7B0c2KvDO