05/08/2022 20:53:35 PM Ankita Acharjee 122
নিজস্ব প্রতিনিধি- বলিউড খ্যাতিমান পরিচালক এবং প্রযোজক করণ জোহর শুক্রবার, অভিনেতা রণবীর সিংকে এক নোটের মাধ্যমে তার ব্যক্তিত্বের জন্য প্রশংসা করেছেন৷ইনস্টাগ্রামে 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক রণবীরের একটি একরঙা ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, "কোন উপলক্ষ নেই... কোন মার্কেটিং এজেন্ডা নেই... কোন লঞ্চ আসছে না! কিছুই না! আমার কাছে শুধুই একটা অনুভূতি যা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই! আমি রণবীর সিংকে ভালোবাসতে পেরেছি! মানুষটি! সেই ব্যক্তি! ভালোবাসায় পরিপূর্ণ সে!
যার সঙ্গেই সে দেখা করে তাকে বিশেষ অনুভব করায়... এটি তার সত্তা এবং তার সমগ্র আভাবকে গ্রাস করে ... তার ভালবাসার প্রতিটি ছোট অঙ্গভঙ্গি সেটা প্রকাশ করে।"