তাইওয়ানের দিকে প্রথম মিসাইল উৎক্ষেপণ করল চিন, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

author-image
Harmeet
New Update
তাইওয়ানের দিকে প্রথম মিসাইল উৎক্ষেপণ করল চিন, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রতিনিধি ন্যান্সি পেলোসি যখন জাপানে রয়েছেন, সেই সময় তাইওয়ানের দিকে প্রথম মিসাইল উৎক্ষেপণ করল চিন। মার্কিন প্রতিনিধির জাপান সফর কালেই চিনের এই মিসাইল উৎক্ষেপণ নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। জাপানে গিয়ে সেখানকার প্রধনমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে দেখা করেন ন্যান্সি পেলোসি। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাতের সময়ই তাইওয়ানকে ঘিরে ধরে চিনা সেনা। জল, স্থল, আকাশ পথে চিনা সেনার নজরদারি বাড়তে শুরু করে তাইওয়ানের উপর। যা নিয়ে এশিয়া মহাদেশে পারস্পরিক সম্পর্কের উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করে। 



জাপান সফর শেষ করে আমেরিকায় ফিরে যাবেন ন্যান্সি পেলোসি। জাপান দিয়েই মার্কিন প্রতিনিধির এশিয়া সফর শেষ হচ্ছে বলে জানা যাচ্ছে।