05/08/2022 14:12:34 PM Ankita Acharjee 126
নিজস্ব প্রতিনি-তার চাচাতো ভাই আদার জৈনের জন্মদিন উপলক্ষে,অভিনেত্রী করিনা কপূর তার জন্য একটি মিষ্টি শুভেচ্ছা ভাগ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে করিনা আদারের একটি সাদা কালো ছবি আপলোড করে লিখেছেন,
"শুভ জন্মদিন আমার হ্যান্ডসম ভাইকে। তোমাকে ভালোবাসি।" আদারের ভাই আরমান জৈনও তার জন্য আন্তরিক শুভেচ্ছা ভাগ করেছেন। আদারের সাথে তার শৈশবের ছবির একটি স্ট্রিং শেয়ার করে আরমান লিখেছেন, "শুভ জন্মদিন নানু... সবসময় এভাবেই হাসতে থাকো।"