05/08/2022 12:27:46 PM Ankita Acharjee 125
নিজস্ব প্রতিনিধি-অভিনেত্রী সোনম কপূর তার স্বামী আনন্দ আহুজার সঙ্গে তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।সোনম,এবছরের মার্চ মাসে তার গর্ভধারণের কথা ঘোষণা করেছিলেন,
সম্প্রতি তিনি লন্ডনে আগত শিশুর জন্য বেবি সাওয়ারেরও আয়োজন করেছিলেন।২০১৮ সালের মে মাসে সোনম ও আনন্দের বিয়ে হয়।ইতিমধ্যেই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে তার ফোলা পায়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "গর্ভধারণ কখনও কখনও সুন্দর নয়।"