05/08/2022 11:40:51 AM Ankita Acharjee 108
নিজস্ব প্রতিনিধি-বলিউড তারকা রণবীর সিংকে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETE) ইন্ডিয়া তাদের জন্য একটি নগ্ন ফটোশুট করার আমন্ত্রণ জানিয়েছে, অভিনেতার সাম্প্রতিক ফটোশুটের ছবিগুলি গুঞ্জন তৈরি করার পর।
সংগঠনটি চায় রণবীর তাদের প্রচারণার মাধ্যমে 'অল অ্যানিমাল হ্যাভ দ্য সেম পার্টস - ট্রাই ভেগান' ট্যাগলাইনের মাধ্যমে নিরামিষাশীবাদের প্রচার করতে।