03/08/2022 01:49:34 AM Aniket 280
নিজস্ব সংবাদদাতাঃ মাঙ্কিপক্সের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিশ্ব জুড়ে। এই পরিস্থিতিতে ভারতেও বাড়ছে মাঙ্কিপক্সের প্রভাব। এবার মাঙ্কিপক্স হলে কি করবেন ও কি করবেন না জানাল সরকার। মাঙ্কিপক্সের ক্ষেত্রে, নিজেকে আইসোলেশনে রাখুন, সাবন ও স্যানিটাইজার দিয়ে নিজেকে পরিষ্কার রাখুন, রোগীর সামনে মাস্ক ও গ্লাবস ব্যবহার করুন।
এছাড়া মাঙ্কিপক্সের ক্ষেত্রে, নিজের ব্যবহার করা সামগ্রী কারোর সঙ্গে শেয়ার করবেন না, রোগীর ব্যবহৃত সামগ্রী সকলের ব্যবহৃত সামগ্রীর সঙ্গে একসঙ্গে ধোবেন না, রোগে আক্রান্ত হওয়ার পর কোনও সমাবেশ বা জমায়েতে অংশ নেবেন না এবং ভুল তথ্য প্রচার করবেন না।