২৩০০ মাইল বেগে ছুটবে জেফ বেজোসের মহাকাশ ফ্লাইট

author-image
Harmeet
New Update
২৩০০ মাইল বেগে ছুটবে জেফ বেজোসের মহাকাশ ফ্লাইট

নিজস্ব প্রতিনিধিঃ ২৩০০ মাইল বেগে ছুটবে জেফ বেজোসের মহাকাশ ফ্লাইট। নিউ শেপার্ডের সাবঅরবিটাল ফ্লাইট ঘন্টায় প্রায় ২,৩০০ মাইল আঘাত করবে এবং রকেটটি তার বেশিরভাগ জ্বালানি ব্যয় না করা পর্যন্ত সরাসরি উপরের দিকে উড়ে যাবে। ক্রু ক্যাপসুলটি তখন গতিপথের শীর্ষে রকেট থেকে পৃথক হবে এবং ক্যাপসুলটি প্রায় তার ফ্লাইট পথের শীর্ষে ঘোরার আগে সংক্ষিপ্তভাবে উপরের দিকে চলতে থাকবে, যা যাত্রীদের কয়েক মিনিটের ওজনহীনতা দেবে। ৪৭ মাইল ওপরে গিয়ে বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রকেটের যাত্রীবাহী অংশটি। সে সময় ৩ মিনিট শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতে পারবেন তারা। এর পর প্যারাস্যুটে করে ফিরবেন পৃথিবীর বুকে। ঠিক রোলার কোস্টার রাইডে ওঠার সময়ে শীর্ষে গিয়ে যে অনুভূতি হয়, তেমনই এক্ষেত্রেও হবে।