23/06/2022 06:01:32 AM Aniket 181
নিজস্ব সংবাদদাতাঃ নাইট্রোজেন অক্সাইড এবং অ্যামোনিয়া নির্গমনে লাগাম টানতে ডাচ সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার কেন্দ্রীয় নেদারল্যান্ডে হাজার হাজার কৃষক জড়ো হয়।
নেদারল্যান্ডের মহাসড়ক গুলিতে ট্র্যাক্টর চালিয়ে তারা প্রতিবাদ করে।
এরফলে ব্যপক যানজটের সৃষ্টি হয়।
পরে বিকেলে বিক্ষোভকারীদের দল অ্যামস্টারডাম থেকে ৭০ কিলোমিটার পূর্বে স্ট্রোয়ের ছোটো কৃষি গ্রামে জড় হয়।
কৃষকদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।
#boerenprotest thousands of farmer tractors gathering on A28 to protest Dutch goverments nitrogen level targets. #netherlands #zwolle #A28 pic.twitter.com/REwRi4j5DA
— LevDel (@levdel) June 22, 2022