20/06/2022 11:31:48 AM Pallabi Sanyal 20
নিজস্ব সংবাদদাতা : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশের পরিস্থিতি। সোমবার ভারত বনধের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। চারিদিকে কড়া নিরাপত্তা। বিহার সহ অন্যান্য রাজ্যের স্টেশনগুলিতেও ইতিমধ্যেই মারাত্মক প্রভাব পড়েছে বিক্ষোভের। জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন। ভাংচুর করা হয়েছে স্টেশনে। তাই কোনোরকম অপ্রীতিকর ঘটনা আটকাতে তৎপর প্রশাসন। অমৃতসর স্টেশনেও ধরা পড়লো কড়া নিরাপত্তার ছবি।
রেল পুলিশ সূত্রে খবর, "প্ল্যাটফর্ম, ট্র্যাক এবং এন্ট্রিগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা আরপিএফ, জিআরপি এবং রেলওয়ের গোয়েন্দাদের সাথে সমন্বয় করছি যাতে কোনও দুর্বৃত্ত কিছু না করে এবং যাত্রীরা কোনও সমস্যার সম্মুখীন না হয়।"