15/06/2022 16:46:18 PM Pritam Santra 490
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান ক্রিকেট নিয়ে ফের জল্পনা, বিতর্কের আবহ। জড়িয়ে পড়েছে ওয়াকার ইউনিসের নাম। দুই কোচের ষড়যন্ত্রে শেষ হয়ে গিয়েছে ক্রিকেট জীবন, এমনই অভিযোগ এনেছেন উমর আকমল।
তাঁর মন্তব্যের নিশানায় ছিলেন মিকি আর্থার এবং ওয়াকার ইউনিস। এই দুই প্রশিক্ষক ছাড়াও ইমরান খানের কথা উঠে এসেছে উমর আকমলের কথায়।