09/06/2022 13:20:44 PM Sweta Mitra 43
নিজস্ব সংবাদদাতাঃ নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মা ও নবীন জিন্দালকে সাসপেন্ড করেছে বিজেপি। এই দুই বিজেপি নেতা নেত্রীর মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শিবসেনা সাংসদ সঞ্জিয় রাউত। তিনি বলেন, 'দেশে সবকিছুই ঠিক ছিল কিন্তু বিজেপির দুই মুখপাত্র দুই ধর্মের মধ্যে বিবাদ বাঁধানোর চেষ্টা করছেন। যদি এই দেশে কিছু হয় তার জন্য দায়ী থাকবে শুধু বিজেপি। আমরা আমাদের কাজ করে যাবো কিন্তু যারা এই ধর্মীয় বিশ্বাসে আঘাত আনছে তাঁদের কবে চোখ খুলবে?'