এবার ইজরায়েলে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলল

author-image
Harmeet
New Update
এবার ইজরায়েলে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলল

নিজস্ব সংবাদদাতাঃ করোনার পর নয়া আতঙ্কের নাম মাঙ্কিপক্স। ইতিমধ্যেই ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ। এবার ইজরায়েলেও দেখা দিল মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। বিদেশ থেকে ফেরত এক ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্সের হদিশ মিলেছে। ইজরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রথম মাঙ্কিপক্সের নমুনা পেয়েছে এক বিদেশ ফেরত ব্যক্তির মধ্যে। সেই সূত্র ধরে অন্যান্য সম্ভাবনাময় সংক্রমণের খোঁজ করছেন। কর্তৃপক্ষের তরফে জ্বর ও ক্ষত নিয়ে বিদেশ ফেরত সকল নাগরিককে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তিকে তেল আভিভে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভাল বলে জানা গিয়েছে। মধ্যপ্রাচ্যে মাঙ্কিপক্সের এটাই প্রথম সংক্রমণ বলে জানা গিয়েছে।