20/05/2022 09:39:39 AM Sweta Mitra 51
নিজস্ব সংবাদদাতাঃ পাখির চোখ গুজরাটের বিধানসভা ভোট। এরই মাঝে শুক্রবার সাত সকালে এক বিজেপির হাইভোল্টেজ বৈঠক নিয়ে একটি টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, "সকাল ১০টায় বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে যোগ দেব। অনুষ্ঠানের সময় আমি আমার চিন্তাভাবনাগুলিও ভাগ করে নেব।" উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সাধারণ সম্পাদকদের বৈঠকের মধ্য দিয়ে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক শুরু হয়। বৈঠকের আগে, বিজেপি সভাপতি জেপি নাড্ডা কুশাভাউ ঠাকরে এবং সুন্দর সিং ভান্ডারি। সূত্রের খবর, বৈঠকে দলের সাধারণ সম্পাদকদের কাছ থেকে রাজ্যগুলির বিস্তারিত রিপোর্ট নিয়ে দলের কর্মসূচি দ্রুত করার নির্দেশ দেন নাড্ডা।
At 10 AM, will be joining the meeting of @BJP4India national office bearers. I will also be sharing my thoughts during the programme.
— Narendra Modi (@narendramodi) May 20, 2022