বাতিল হয়ে যেতে পারে ২০২০ সালের এসএসসি প্যানেল, রিপোর্ট তলব হাইকোর্টের

রিপোর্ট তলব করল হাইকোর্ট।

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের প্যানেল। গত সোমবার কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে। তাতে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল আদালত। চাকরি হারা হয়েছিল ২৫ হাজার ৭৫৩ জন। 

Calcutta HC seeks reply on 2020 SLST recruitment

এবার ২০২০ সালের প্যানেলের স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। ওই বছরের এক চাকরিপ্রার্থীর করা মামলায় ফের প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা। ২০২০ সালের এক চাকরিপ্রার্থী অভিযোগ, মেধাতালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন তিনি। বুধবার এসএসসির কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। 

SSC Recruitment Case Update: রাজ্যের 'দোষেই' কি চাকরি বাতিল হল যোগ্যদেরও?  SSC মামলায় কী যুক্তি হাই কোর্টের - SSC Recruitment Case Update Why did  almost 26000 lost jobs advocate firdous shamim ...

Add 1