পুজোর পরই কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত! আধার কার্ড থাকলেই বিনামূল্যে মিলবে গ্যাস

আধার কার্ড থাকলেই কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া যাবে বিনামূল্যে রান্নার গ্যাস। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
cylinderrq3.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশে প্রতিনিয়ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে মধ্যবিত্ত পরিবাররা। সেই মত বেড়ে চলেছে রান্নার গ্যাসের দামও। দেশের মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে।

cylinderrq2.jpg

তবে জানা গিয়েছে, পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায়  একেবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে পারেন। আর এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এক্ষেত্রে আবেদন করার জন্য একজন মহিলার বয়স ন্যূনতম ১৮ হতে হবে। এছাড়াও, আবেদনকারী মহিলা অন্যান্য প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত বিপিএল পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সংযোগ দিচ্ছে। তবে, সেই মহিলাদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক।