ঢাকঢোল বাজিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি

মনোনয়ন পত্র জমা দিতে গেলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

author-image
Adrita
New Update
দফ

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। এখনো বাকি রয়েছে চার দফার ভোট। চতুর্থ দফার ভোটের আগে মনোনয়নপত্র জমা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 

আজ ১০ই মে, শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এক বিরাট মিছিলে যোগ দিয়েছিলেন। এই মিছিলে তার সঙ্গী ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিজেপির প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রার্থীর মনোনয়ন ঘিরে পুলিশি নিরাপত্তাও বেশ কড়া ছিল। 

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মিছিলে প্রার্থীর সঙ্গে পা মিলিয়েছেন প্রায় শ'খানেক বিজেপি কর্মী এবং সমর্থকরা। রীতিমতো ঢাকঢোল বাজিয়ে মহা মিছিলটি নাকতলা থেকে এগিয়ে চলেছে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের দিকে।

Add 1